নালন্দা বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকের ৩টি শ্রেণি (অঙ্কুর, কিশলয়, মঞ্জরী) এবং প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ১৩টি শ্রেণিতে পাঠদান করা হয়। সাধারণত প্রাক-প্রা থমিক শ্রেণি অঙ্কুরে ভর্তি নেওয়া হয়। অন্যান্য শ্রেণিতে আসন খালি হওয়া সাপেক্ষে ভর্তি নেওয়া হয়।
ভর্তিচ্ছু শিশুর বয়সসীমা
শ্রেণি: অঙ্কুর ৩ থেকে ৪ বছর
শ্রেণি: কিশলয় ৪ থেকে ৫ বছর
শ্রেণি: মঞ্জরী ৫ থেকে ৬ বছর
শ্রেণি: প্রথম ৬ থেকে ৭ বছর
এভাবে শ্রেণি অনুযায়ী বয়স বাড়তে থাকবে
অঙ্কুর শ্রেণির ভর্তি প্রক্রিয়া
- পরবর্তী বছরে ভর্তির জন্যে ফর্ম দেওয়া হয় অক্টোবর মাসের দিকে
- ভর্তি ফর্ম জমা নেওয়া হয় দেড় মাস
- প্রাথমিক নির্বাচন প্রক্রিয়া নৈর্ব্যক্তিক (লটারি)
- প্রাথমিকভাবে নির্বাচিত শিশুদের সঙ্গে পরিচয় ও অভিভাবক সাক্ষাৎকার
- অভিভাবক ও নালন্দার দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে ভর্তির চূড়ান্ত সিদ্ধান্ত
অন্যান্য শ্রেণিতে ভর্তি
- বছরের যে-কোনো সময়েই ভর্তির আবেদন করা যায়। বছর শেষে পরবর্তী বছরের জন্যে খালি আসন সাপেক্ষে ভর্তির ব্যবস্থা করা হয়
- প্রাথমিক নির্বাচন প্রক্রিয়া: প্রাক-প্রাথমিকের কিশলয়-মঞ্জরী ও প্রাথমিকের প্রথম শ্রেণি পর্যন্ত লটারির ভিত্তিতে। প্রাথমিকের দ্বিতীয় শ্রেণি থেকে ও মাধ্যমিক স্তরে পরীক্ষার ভিত্তিতে
- শিশুর সঙ্গে পরিচয় ও অভিভাবক সাক্ষাৎকার
- অভিভাবক ও নালন্দার দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে ভর্তির চূড়ান্ত সিদ্ধান্ত