শিশুদের সামূহিক বিকাশকেন্দ্র নালন্দা। নালন্দার লক্ষ্য শিশুচিত্তে উদ্ভাবন-মনস্কতা ও বিচারবোধ উস্কে দেওয়া, শিশুর গ্রহণ ও ধারণক্ষমতা বৃদ্ধি, নির্দ্বিধায় নিঃসংকোচে প্রশ্ন করার পরিসর সৃষ্টির মাধ্যমে তার আগ্রহকে সদাজাগ্রত রাখা। শিশুর আগ্রহ ছোটে আনন্দের দিকে। নালন্দার সকল দায়িত্বপ্রাপ্ত মানুষ শিশুদের অনুক্ষণ আনন্দের উৎস ও সঙ্গী। পৃথিবীর বিভিন্ন দেশের প্রচলিত শিক্ষা পদ্ধতি থেকে মানবিক, প্রকৃতিবান্ধব এবং বৈজ্ঞানিক দিকগুলো পর্যালোচনা করে, বাঙালি ও বিশ্বসংস্কৃতির অন্তরঙ্গ সম্মিলন ঘটিয়ে পাঠক্রম ও শিক্ষা পদ্ধতি নির্ধারণ ও অনুসরণের চেষ্টা চলছে নালন্দায়।